আমার জীবনের স্মরণীয় সময় যে আমার ৮ বছর ক্যারিয়ারের ৭০% শেষ করে দিয়েছে এক অমানুষ যার জন্ম হয়েছিলো এক পতিতালয়ের পেট থেকে। না হলে সে আমার সব কিছু স্ট্রং থাকা কালীন কিভাবে হ্যাকেড করে আমি জানি না !
হ্যাকার এর নাম হলো jacobn engs {Vietnam} হ্যাকার ! সে আমার মেইন একাউন্ট থেকে শুরু করে আমার পিসি পর্যন্ত হ্যাক করে ফেলে। হয়তো আমার কোথাও একটু ভুল ছিলো বলে আজ সে আমার সব কিছু কেড়ে নিয়েছে ব্যাপার না একদিন ওর এই কাজ এর জন্য তাকে তার সাজা ভোগ করতে হবে।
suggest : কখনো ভুল করে নিজের ফোন ছাড়া অন্য কারো ফোনে নিজের জিমেইল টা ব্যবহার করবেন না কারণ একটি জিমেইল একাউন্ট এই পারে আপনার সব কিসু কিসুক্ষন এর মধ্যে শেষ করে দিতে কারণ আমি আজ ২০১২ থেকে use করছি কম্পিউটার আজ ১১ বছর পর আমার একটি ভুলের কারণে আমি সব কিছু হারিয়েছি 

আমি জানি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে , হয়তো এর থেকে ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য এ বিশ্বাস নিয়ে যাত্রা শুরু করলাম আজ থেকে l
0 Comments